শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

চিটাগং ট্রিবিউন ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।
অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নম্বর-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
এর আগে, বুধবার (২৩ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়।