প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
শুঁটকির আড়ালে ইয়াবা, শাহ আমানত সেতুতে আটক দুই যাত্রী
ফরিদ আহাম্মেদ আনসারি
চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে পুলিশের তল্লাশিতে ১০০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আইকনিক পরিবহনের একটি স্লিপার বাসে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন-ঢাকা মিরপুরের বাসিন্দা হাবিব ও ঝর্ণা।
পুলিশ জানায়, তারা ইয়াবাগুলো শুঁটকির প্যাকেটে ভরে বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে আসছিলেন। এ সময় সন্দেহ হলে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয় এবং তাদের ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাবিব ও ঝর্ণাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত