ইবি প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ হুশিয়ারি দিয়ে বলেছেন, “সাম্য হত্যার সুষ্ঠু বিচার করতে না পারলে ছাত্রদল বসে থাকবে না। প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। ইন্টেরিম সরকার তিনজনকে আটক করেছে কিন্তু তারা আদৌও জড়িত কিনা এখনও স্পষ্ট করা হয়নি। ছাত্রদল কর্মী হওয়ায় আপনারা তদন্ত করেছেন না।”
মঙ্গলবার (২০ মে) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় সহ-সভাপতি বলেন, ‘সাম্য হত্যার আজকে ৭ দিন হয়ে গেছে। তবুও ইন্টেরিম কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে এর আগেও আমরা প্রশ্ন তুলেছি। সমাধান হয়নি। তারই পরিণতিতে সন্ত্রাসীর দ্বারা ছাত্রদলের কর্মীকে হত্যার শিকার হতে হয়েছে।’
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্রদল চরম ধৈর্য্যের পরিচয় দিয়ে যাচ্ছে। যদি ছাত্রদল চাই তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে।’
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক- আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, সালাহউদ্দিন। সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, উল্লাস মাহমুদ, মুক্তাদির রহমান রুকনুজ্জামান, রাকিব হোসেন সাক্ষর, রায়হানুল ইসলাম টিপু, মেহেদী হাসান, রিফাত, রিয়াজ, ফজলে রাব্বি প্রমুখ।