করিম উল্লাহ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের সময় হতাহতের সহায়তার জন্য গঠিত "জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন"-এর সাধারণ সম্পাদক পথ থেকে সরে এসেছেন সারজিস আলম।
আজ বুধবার (২২ জানুয়ারি) ১১ টার দিকে নিজের ভেরিফাইড ফেইসবুক প্রোফাইল থেকে এই বিষয়ে বিস্তারিত পোস্টের মাধ্যমে এমন তথ্য জানান তিনি।
পোস্টে সারজিস বলেন, তাঁর পদত্যাগের পর ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক পদ নামে আর কোন পদ নেই।
এই বিষয়ে জানতে সারজিস আলমকে কয়েকবার ফোন কল করে পাওয়া যায়নি।
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কল সেন্টারে কর্মরত সাইদুর রহমান জানান, "সারজিস ভাই অনেক দিন ধরেই ফাউন্ডেশনের সাথে নেই। পোস্টে যা লিখেছেন ঠিক আছে।"
পোস্টে তিনি বলেন, “যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি ৷ যখন মনে হয়েছে, এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি ৷ “