সালাউদ্দিনের কথা রাখলেন মাহফুজ!

নিজস্ব প্রতিবেদক
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে থেকে স্ট্যাটাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি লিখেন- “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!”
ঠিক ২৫ মিনিট পর তিনি ওই স্ট্যাটাস সম্পাদনা করে নিচে আরেকটি লাইন যুক্ত করে দেন। এতে তিনি লিখেন- “তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”
স্ট্যাটাসটি এর মধ্যেই কয়েক হাজার শেয়ার ও রিয়েক্ট ভুক্ত হয়।
কিন্তু এরমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ একটি কর্মসূচি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। সাংবাদিকরা তাকে উপদেষ্টা মাহফুজের স্ট্যাটাসের কথা জানিয়ে প্রশ্ন ছুঁড়েন এমন কিছুর আভাস বিএনপি পাচ্ছেন কিনা?
উত্তরে সালাউদ্দীন আহমেদ মুখে হাসি নিয়ে বলেন, “আমি মনে করি, মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পর সেটা আবার ডিলিট করবেন উনার কথা মাফিক। এ বিষয়ে আর কোনো বক্তব্য নাই। ধন্যবাদ।”
এরপর ঠিকই ঘন্টাখানেক পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের সেই স্ট্যাটাস আর দেখা যায়নি।
তবে নেট দুনিয়ায় উপদেষ্টার সেই স্ট্যাটাসের স্ক্রিনশট ও সালাউদ্দীনের বক্তব্য দুইটি ঘুরতে থাকে। নেটিজেনরা অনেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মিমও তৈরি করছেন। কেউ কেউ বলছেন- সালাউদ্দীনের কথা রাখলেন মাহফুজ!