শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

সুপারি নিয়ে বিরোধ: ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচা আবু ছায়েদের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ (৭০) হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে। তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

নিহতের শালা ও নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ভাতিজাদের সাথে আবু ছায়েদের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ভাতিজাদের আঘাতে ঘটনাস্থলেই আবু ছায়েদ মারা যান। পরে তার স্বজনেরা ভাতিজা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জায়গা-সম্পদের বিরোধে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছাতে পারে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

সর্বাধিক পঠিত