সুলতানপুর থেকে ১৩ কেজি গাঁজাসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর থেকে ১৩ কেজি গাঁজাসহ ০৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের সুলতানপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে মাদকসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ থানার হাসানপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জাকির হোসেন (২৩), ময়মনসিংহের গফরগাঁও থানার ঘাগড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের মেয়ে আমেনা (১৮) ও ঢাকার কেরানীগঞ্জের বুড়িশ্বর কালিন্দা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ওয়াসীম মিয়া (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।