সেকেন্ড অপশন ইন্টারন্যাশনাল এর কক্সবাজার অফিসে চাকরির সুযোগ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
এয়ার টিকিট ও ভিসা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সেকেন্ড অপশন ইন্টারন্যাশনাল সম্প্রতি তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একাধিক পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি দক্ষ, উদ্যমী ও কর্মঠ ব্যক্তিদের নিয়ে একটি পেশাদার টিম গঠনের উদ্দেশ্যে নিচের পদগুলোতে নিয়োগ দিচ্ছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, টিকিট বুকিং অপারেটর পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। গ্যালিলিও, স্যাব্র, অ্যামেডিয়াস বা অনলাইন টিকিট বুকিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা স্নাতক।
রিসেপশনিস্ট পদে ২ জন (পুরুষ বা মহিলা) নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সুন্দর ব্যবহার, পরিষ্কারভাবে উপস্থাপন করার সক্ষমতা এবং কম্পিউটারে বেসিক কাজ জানার দক্ষতা থাকতে হবে।
কল সেন্টার এক্সিকিউটিভ পদে ৫ জন নিয়োগের জন্য বাংলা ও ইংরেজিতে কথা বলায় দক্ষ এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া অফিস বয় পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। প্রার্থীদের অফিসের দৈনন্দিন কার্যক্রমে যেমন চা পরিবেশন, ফাইল আনা-নেওয়া, ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ হতে হবে।
আগ্রহী প্রার্থীদের ৫ জুলাই ২০২৫ এর মধ্যে জীবনবৃত্তান্ত (CV) এবং ছবি ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
যোগাযোগ:
ই-মেইল: secondoptionint@gmail.com
মোবাইল: 01318 898 598
অফিসের অবস্থান: কক্সবাজার।
প্রতিষ্ঠানটি যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে।