প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম আটক
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বগুড়ায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন (২২) নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) রাত ১১টার দিকে বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকায় ওই অভিযান চালায়।
আটক সিয়াম হোসেন সেউজগাড়ী রেল কলোনি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে পলাতক সিয়ামের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে।
জানা গেছে, সেউজগাড়ী রেল কলোনি এলাকায় অভিযানের সময় বিষয়টি টের পেয়ে সিয়াম পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাকে ঘিরে ফেলে। পরে কৌশলী পদক্ষেপে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী। এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।’
এ ঘটনায় সিয়ামকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত