প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
সেনা ক্যাম্প ও সিএমএইচে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
চিটাগং ট্রিবিউন ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সিএমএইচে পরিদর্শনকালে সেনাপ্রধান হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত