বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে ১৫০০ বস্তা সিমেন্টসহ ২২ চোরাকারবারী আটক

টেকনাফে প্রতিনিধি
সেন্টমার্টিন দ্বীপের সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত টহল পরিচালনার সময় নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা গভীর সমুদ্রে সন্দেহজনক দুটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনী কাছে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করলে সেগুলো আটক করা হয়।
নৌবাহিনীর গণসংযোগ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র সাগরপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়। আটক হওয়া ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক বোট দুটি থেকে ১৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বোট, সিমেন্ট এবং আটক ২২ জন চোরাকারবারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, সমুদ্রসীমার নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত