
রাজিন সালেহ
“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫” প্রতিযোগিতায় কক্সবাজার সুইমিং স্কুলের তিনজন উদীয়মান সাঁতারু চট্টগ্রাম বিভাগ থেকে ইয়েস কার্ড অর্জন করে নজর কাড়লেন। বিজয়ীরা হলেন—রবিউল হাসান, আহানাত তাহমিদ রাফি ও মেহেদী হাসান হৃদয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় চট্টগ্রাম সুইমিংপুলে আয়োজিত এই প্রতিযোগিতায় কক্সবাজার সুইমিং স্কুলের মোট ৮ জন সাঁতারু অংশ নেন। তাদের মধ্যে উল্লেখিত তিনজন গ্রুপ-বি (১২-১৫ বছর) বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ইয়েস কার্ড অর্জনে সফল হন।
এই কার্ড প্রাপ্তির মাধ্যমে সাঁতারুরা দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিদেশে প্রশিক্ষণ বৃত্তির সুযোগসহ ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির একটি সম্ভাবনা পাচ্ছেন।
কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক রিয়াজুল কবির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি কেবল আমাদের শিক্ষার্থীদের নয়, গোটা কক্সবাজার জেলার গর্ব।” তিনি আরও জানান, আসন্ন ২০ মে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সাঁতার প্রতিযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে কক্সবাজার থেকে ২০ জন সাঁতারু অংশগ্রহণ করবে।