শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

সোনাদিয়ায় প্যারাবন ধ্বংস: বিএনপি নেতা আলমগীরসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণ এবং গাছপালা ও জীববৈচিত্র্য পুড়িয়ে ফেলার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আলমগীর চৌধুরীকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

রোববার ( ১৮ মে) বিকেলে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আবদুছ ছালাম। মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন কুতুবজোম ইউপি চেয়ারম্যান শেখ কামাল ও তাঁর ভাই শেখ আলমগীর, স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কয়েকজন নেতা এবং সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের স্বজনও।

পরিবেশ অধিদপ্তর জানায়, সোনাদিয়ায় এক হাজার একরের বেশি এলাকায় কেওড়া ও বাইনগাছ ধ্বংস করে সাতটি নতুন চিংড়িঘের তৈরি হয়েছে। গাছপালা পুড়িয়ে এই ঘের নির্মাণের তথ্য উঠে এসেছে সংবাদ প্রতিবেদনেও। এর আগে সেখানে আরও ৩৭টি চিংড়িঘের গড়ে উঠেছিল, যার বেশির ভাগই ধ্বংস করা হয়নি, যদিও উচ্চ আদালতের নির্দেশ ছিল।

মামলার এজাহারে বলা হয়, পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় প্যারাবন ধ্বংস, বাঁধ ও চিংড়িঘের নির্মাণ, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করায় আসামিরা পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তবে মামলার আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। ইউপি চেয়ারম্যান শেখ কামাল বলেন, তিনি বরং প্যারাবন রক্ষায় সক্রিয় ছিলেন। আলমগীর চৌধুরীও দাবি করেন, তাঁর নামে শুধু একটি পারিবারিক ঘের আছে, নতুন কোনো ঘের নয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, মামলাটি তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না

সর্বাধিক পঠিত