সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার

চিটাগং ট্রিবিউন ডেস্ক
সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, হত্যার পর অভিযুক্তরা মব তৈরির চেষ্টা করে। পুলিশ বুঝতে পেরে সেই মব থেকেই মহিন ও রবিন নামের দু’জনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত কোন্দল থেকেই এ হত্যাকাণ্ড।
ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম এসময় বলেন, সোহাগ ও অভিযুক্তরা চোরাই অ্যালুমিনিয়াম তার বিক্রি করতো। তারা গত ১৭ বছর ধরে এ কাজের সাথে জড়িত ছিলো। ৫ আগস্টের পর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব থেকেই এ হত্যা।