
চবি প্রতিনিধি – মেহেদী হাসান ইমন
আজ ১০ নভেম্বর, ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনের হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রতিযোগিতার আয়োজক কমিটির জন্য একটি গতিশীল ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন আয়োজকদের স্বাগত জানিয়ে আসন্ন প্রতিযোগিতার দায়িত্ব ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানব সম্পদ ব্যবস্থাপনার শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও নেতৃত্বে ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর মোঃ আমিনুল ইসলাম শরীফ ও চিফ অফ স্টাফ জান্নাতুল মাওয়া মিথিলা। প্রধান অতিথি বলেন, “এই রকম প্রচেষ্টার মাধ্যমে বর্তমানে মানবতার মুখোমুখি কিছু জটিল সমস্যা সমাধান এর জন্য শিক্ষার্থীরা তাদের কল্পনাশক্তি, সম্পদশালীতা এবং উদ্যোক্তা মনোভাব বৃদ্ধি করার সুযোগ পাবে।”
ওরিয়েন্টেশনের শুরুতে আয়োজকদের বিভিন্ন বিভাগের সঙ্গে পরিচিত করানো হয়, যা প্রতিযোগিতার সফলতা নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে। অনুষ্ঠানে প্রতিযোগিতার কাঠামো, গাইডলাইন, এবং প্রত্যাশা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া, একটি মজাদার গেমিং লটারি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া পিচ করেন, যা নতুন চিন্তা এবং টেকসই উদ্ভাবনের প্রতি আগ্রহ সৃষ্টি করে।
এবারের হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস রাউন্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো দল গঠনের নতুন নিয়ম। ২০২৪-২৫ সেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের মধ্যে অন্তত একজন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হতে হবে, তবে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবার দলগুলিতে যুক্ত হতে পারবেন। এই নিয়মটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করবে।
এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি ২০২৪-২৫ হাল্ট প্রাইজ সিজনের একটি সফল সূচনা হিসেবে চিহ্নিত হয়েছে। এ সম্পর্কে আরও জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের ফেসবুক পেজ পরিদর্শন করুন।