শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪/২৫ অনক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা

চবি প্রতিনিধি- মেহেদী হাসান ইমন

চট্টগ্রাম, বাংলাদেশ – হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪/২৫ অনক্যাম্পাস রাউন্ডের জন্য নতুন আয়োজক কমিটি ঘোষণা করেছে, যার নেতৃত্বে রয়েছেন ক্যাম্পাস ডিরেক্টর মোঃ আমিনুল ইসলাম শরীফ ও চিফ অফ স্টাফ জান্নাতুল মাওয়া মিথিলা। ৮টি বিভাগে বিভক্ত, এই কমিটি উদ্ভাবনী ধারণা এবং সামাজিক প্রভাব তৈরিতে কাজ করবে।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কম্পিটিশন যুক্ত হয়েছে, যা ২০টি দেশে, বাংলাদেশসহ, অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের অনক্যাম্পাস রাউন্ড থেকে শীর্ষ দলগুলো জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

ক্যাম্পাস ডিরেক্টর মোঃ আমিনুল ইসলাম শরীফ বলেন, “ন্যাশনাল কম্পিটিশনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবনী সমাধান তৈরির বড় সুযোগ পাচ্ছে।”

প্রতিটি বিভাগের নেতৃত্বে রয়েছেন:

রাফসান হোসেন আলভী,সবুক্তগীন মাহমুদ,কারিন সাফফানা, ইউশা জামান তুর্য্য, ফারিজা নূর, খালেদ মাহমুদ অনিক, কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, শাহনূর ইসলাম আদিব, নিশাত ফারিহা ঐশী, আসমা বিনতে রাশিদ, শেখ মাইনুর রহমান, শম্পা সেন, হাম্মাদ আকবর, মতাম্মিম হোসাইন জারিফ, নওসাবা হক তাসফিয়া ও আবরার নাজমুল নাফি।

আরও তথ্যের জন্য, Hult Prize at University of Chittagong এর ফেসবুক পেজ পরিদর্শন করুন।

সর্বাধিক পঠিত