সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

১০ লাখ টাকা মুক্তিপণ দাবি গৃহশিক্ষকের, রোহিঙ্গা ক্যাম্প থেকে ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের এক দিন পর উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার (৭ অক্টোবর) গৃহশিক্ষক মোহাম্মদ মুজিব কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
উদ্ধার হওয়া শিশু চকরিয়া পৌরসভার চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগীর বাবা বুধবার রাতে চকরিয়া থানায় বলেন, ‘সবুজবাগ এলাকায় বাসায় আমাকে মেয়েকে প্রাইভেট পড়াতেন গৃহশিক্ষক মোহাম্মদ মুজিব। মঙ্গলবার বিকেলে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক কৌশলে বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইল ফোনে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই। পরে একপর্যায়ে তার দেওয়া একটি বিকাশ নম্বরে কিছু টাকা পাঠাই। এরপর ওই বিকাশ মোবাইল নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মেয়েকে উদ্ধার করে পুলিশ। তবে ওইসময় অপহরণকারী পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশুকে থানায় নিয়ে এসেছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা। এ ঘটনায় জড়িতকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

সর্বাধিক পঠিত