প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
১২০ লিটার চোলাইমদসহ বোয়ালখালীতে দুই যুবক গ্রেপ্তার
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে দেশিয় তৈরি ১২০ লিটার চোলাই মদসহ দুধকুমড়া গ্রামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি সড়কের ওয়াসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাসহ প্লাস্টিকের বস্তা ভর্তি চোলাইমদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার করা আসামীরা হলেন- আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া দুধকুমড়া গ্রামের খতির বাপের বাড়ির মো.হারুনের ছেলে আমিনুল হক(২৭) ও একই গ্রামের আজরা বাপের বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে মো. শওকত মিয়া(২৮)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে চোলাই মদ হেফাজতে রাখার অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত