১৫০ বছর বাঁচতে চান পুতিন-শি জিনপিং!

চিটাগং ট্রিবিউন ডেস্ক
অঙ্গ-প্রতিস্থাপনের মাধ্যম ১৫০ বছর বাচাঁর উপায় নিয়ে নিজেদের আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এই কথোপকথন ধরা পড়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির লাইভ সম্প্রচারে। এ নিয়ে আবারও চীনা ও রুশ প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের সামরিক কুচকাওয়াজ উপলক্ষে তিয়েনয়ানমেন স্কয়ারে হাঁটতে দেখা যায় শি জিনপিং ও পুতিনকে, তাদের সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এসময় অনুবাদকদের সহায়তায় একে অপরের সঙ্গে কথা বলেন পুতিন ও শি।
সিসিটিভির ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, ‘বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে… মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন, তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে।’
জবাবে শি জিনপিংকে বলতে শোনা যায়, ‘এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে—এমনও ভবিষ্যদ্বাণী করেন কেউ কেউ।’
সিসিটিভি জানিয়েছে, তাদের এই ভিডিওটি অনলাইনে ১৯০ কোটি এবং টেলিভিশনে ৪০ কোটিরও বেশি ভিউ পেয়েছে।
পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ১৫০ বছর বাঁচা ও অমরত্ব নিয়ে শির সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন পুতিন। তিনি বলেন, আমরা প্যারেডে যাওয়ার সময় এ নিয়ে কথা বলেছিলাম। আধুনিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা, এমনকি অঙ্গ প্রতিস্থাপন সংশ্লিষ্ট কিছু অস্ত্রোপচারও মানবজাতির মধ্যে এই আশার সঞ্চার করছে। আশা করা যায় মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ফাঁস হওয়া অডিও সম্পর্কে কোনও মন্তব্য করেনি।
সূত্র: আলজাজিরা