১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া সেই শিশু

চিটাগং ট্রিবিউন ডেস্ক
প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে, দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ (২)।
খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।
সর্বশেষ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে। গর্ত তৈরি করার পর এখন সুরঙ্গ খোঁড়া হচ্ছে। এরপর সুরঙ্গ দিয়ে মইয়ের সাহায্যে শিশুর কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন।