সোহেল সিকদার রানা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান দ্রুত গতিতে জোরদার হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি চকরিয়া থানায় ‘ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা’ সংক্রান্ত একটি নতুন মামলা দায়ের করা হয়েছে, যেখানে ২১ জনের নাম উল্লেখ এবং ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এভাবে মামলায় মোট ৫১ জনকে আসামি করা হলো।
এই অভিযান এবং মামলা দুটি সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আদালত হাজিরার পর থেকে জেলায় তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির কারণে সংগঠিত হয়েছে। এর আগে বিএনপি ওই নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। পাল্টা হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মুক্তির দাবিতে প্রকাশ্যে মিছিল করেছে। এই পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি উত্তেজনার মাত্রা বৃদ্ধি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মুখে ফেলেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জসীম উদ্দিন জানান,“নিষিদ্ধ ঘোষিত সংগঠন অনুমোদন ছাড়া মিছিল করেছে এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। তাই পুলিশ অভিযান জোরদার করেছে এবং জেলাজুড়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
‘অপারেশন ডেভিল হান্ট’ হলো চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া একটি বিশেষ আইনশৃঙ্খলা রক্ষা অভিযান। এর লক্ষ্য রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম দমন করা। এই অভিযানের আওতায় পলাতক ও এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার, উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম রোধ করা হয়।