শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসভা

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড (তুল্লাপাড়া) আয়োজিত এক জনসভা তুল্লাপাড়া গৌর মন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন পাঠান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এড. এ কে এম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদল নেতা এম এ মঈন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ তালুকদার, যুবদলের সদস্য মো. হাফিজ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজ উদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. শামীমুল ইসলাম,কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জাকির হাসান, উপজেলা জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান,যুবদল নেতা হোসাইন ভূঁইয়া, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল খান, যুবদল নেতা ফাইজুল ইসলাম,শ্রমিক দল নেতা অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম তাকিউল ইসলাম,গোকর্ন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীর পাঠান,কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা তৌফিক মিয়া, তাতীদল নেতা স্বপন মিয়া,সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ফাতুসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত