
<span;>চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৬জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ
<span;>চান্দগাঁও থানা এলাকায় শিশু নির্যাতনের দায়ে মো. মাসুম (১৬) নামে এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুম চান্দগাঁও থানার বাদামতল এলাকার মোহাম্মদ আলমের ছেলে।থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী মো. মাসুমকে গ্রেফতার করে থানা পুলিশ। মাসুমের বিরুদ্ধে শিশু নির্যাতনের দায়ে মামলা করা হয়েছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মাসুমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ০৬ জন জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/জসীম উদ্দিন, এসআই/ রাশেদুল ইসলাম, এএসআই/আনছারুল করিম, এএসআই/গোলাম কিবরিয়া, এএসআই/সুজন কুমার দাস, নারী কং/২০৬৬ রোমানা আক্তার, নারী কং/৩০৩৯ শান্তা আক্তার সহ অদ্য ১১/১২/২০২৪ তারিখ চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। জিআর-৩১৯/২৪ (চান্দগাঁও) মূলে আসামী আবদুল মাবুদ (৫৩), পিতা-মৃত আবদুল মজিদ, মাতা-মাসুদা বেগম, সাং-ভাই ভাই কলোনী, সিএন্ডবি রোড, মৌলভী পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ২। জিআর-৫২১/২৪ (চান্দগাঁও) মূলে আসামী আঁখি আকতার লিজা, পিতা-আবুল কালাম আজাদ, সাং-শেখ আহাম্মদের বাড়ী, বাড়ই পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। জিআর-৩৩৪/২০ (চান্দগাঁও) মূলে আসামী রোজি আকতার (৪৪), পিতা-বশির আহমদ, মাতা-নুর বানু, সাং-কলা খাইয়ার বাড়ী, গোলাম আলী নাজির পাড়া, খলিফা পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। জিআর-৩২৫/২৪ (চান্দগাঁও) মূলে আসামী সাজেদা আক্তার (৩৫), পিতা-আবদুল মোতালেব, মাতা-রেজিয়া বেগম, সাং-আবদুল মোতাবের বাড়ী, বাড়ই পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫। শিশু মামলা নং-৬৩/২০২৪, চান্দগাঁও-১৪(১)২৪, জিআর-১৪/২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ মূলে আসামী মোহাম্মদ মাসুম (১৬), পিতা-মোহাম্মদ আলম, সাং-সিএন্ডবি, বাদামতল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬। ননজিআর-১৬৮৮/২০১৩ (চান্দগাঁও), ধারা-১০৭/১১৭ (সি) মূলে আসামী মোঃ হাবিব (৩০), পিতা-জহির আহামদ, সাং-পঃ মোহরা, গোলাপের দোকান, কানুর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।
