শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ট্রাম্পের হুমকি, পাত্তা দিচ্ছে না ভারত

চিটাগং ট্রিবিউন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আলটিমেটাম পাত্তা দিচ্ছে না ভারত। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাও জারি রেখেছে। শুক্রবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এসব নিয়ে কথা বলেন। খবর রয়টার্সের। ওয়াশিংটন কর্তৃক নির্ধারিত ৯ জুলাইয়ের সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা জানতে চাওয়া হলে গোয়াল বলেন, ভারত জাতীয় স্বার্থে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত, তবে তা কেবল সময়সীমা পূরণের জন্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর ২৬% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বের যেসব দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে তাদের উপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে। আর তা দ্রুত কার্যকর হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন। গোয়াল সাংবাদিকদের বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন দ্বিপক্ষীয় সুবিধা থাকে। এটি উভয়পক্ষের জন্যই লাভজনক হওয়া উচিত।

সর্বাধিক পঠিত