রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সন্ধ্যা পার হলেও অজানা জিপিএ-৫: জেলা শিক্ষা অফিসে নেই পূর্ণাঙ্গ এসএসসি ফলাফল

মীর অনির 
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে। প্রতিবছর ফলাফল প্রকাশের পর জেলা পর্যায়ে মোট পরীক্ষার্থী, পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে পরিসংখ্যান দেয় জেলা প্রশাসনের শিক্ষা শাখা ও জেলা শিক্ষা অফিস।
তবে এবার কক্সবাজার জেলা শিক্ষা অফিস থেকে পাঠানো পরিসংখ্যানে পাশের হার ও মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা থাকলেও অনুপস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সর্বমোট জিপিএ-৫ কতো এসেছে, সেটি।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার সঙ্গে যোগাযোগ করা হলে তারা দেখিয়ে দেন জেলা শিক্ষা অফিসের দিকে।
পরে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি শুধুমাত্র পাশের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা জানান। তবে জিপিএ-৫ এর সংখ্যা জানতে চাওয়া হলে কোনো তথ্য দেননি।
এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কাছ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।
জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও জিপিএ-৫ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি।
ফলে বৃহস্পতিবার সন্ধ্যা পেরিয়ে গেলেও কক্সবাজারে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে কতো শিক্ষার্থী তা জানতে পারেনি গণমাধ্যম, অভিভাবক, এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠানও।

সর্বাধিক পঠিত