শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

অর্থাভাবে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক সংগঠন ‘উত্তরণ’ আবারও প্রমাণ করেছে—স্বপ্নের পথ আটকে গেলেও পাশে দাঁড়ানোর কেউ না কেউ থাকে। সম্প্রতি সমাজবিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৯-২০ সেশনের এক শিক্ষার্থী অর্থাভাবে অনার্সের ফাইনাল পরীক্ষা দিতে পারেননি, কারণ তিনি সময়মতো ফর্ম ফিলআপ করতে পারেননি।
পরবর্তীতে স্পেশাল পরীক্ষার সুযোগ পাওয়ার পর আবার ফর্ম ফিলআপ এবং ক্যাম্পাসে আসা জরুরি হয়ে পড়ে। কিন্তু বৈধ হলে থাকার সুযোগ না থাকায় ওই শিক্ষার্থী নিজ বাড়িতে ফিরে যেতে বাধ্য হন এবং নতুন করে ফিরে আসাও সম্ভব হচ্ছিল না অর্থের অভাবে।
এই সংকটময় মুহূর্তে ‘উত্তরণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর সঙ্গে যোগাযোগ করলে সংগঠনটি মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীকে পরীক্ষার ফর্ম ফিলআপ বাবদ ৭,০০০ টাকা এবং যাতায়াত খরচ বাবদ অতিরিক্ত ৩,০০০ টাকা, সর্বমোট ১০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করে।
সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন,
“সত্যি বলতে, আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। ভাবছিলাম, হয়তো অনার্স ডিগ্রি আর নেওয়া হবে না। কিন্তু ‘উত্তরণ’ পাশে দাঁড়ানোর পর মনে হলো, এখনো আশার জায়গা আছে। এই ১০ হাজার টাকা শুধু অর্থ নয়, এটি আমার কাছে বিশ্বাস, সাহস আর ভালোবাসা। আজ আমি আবার স্বপ্ন দেখতে পারছি—এই সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ বিষয়ে সংগঠনটির সভাপতি সবুজ আহমেদ বলেন,
“এই সহায়তা শুধু একজন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার পথ সুগম করেনি, বরং একজন স্বপ্নবিলাসী তরুণকে আবারও আশার আলো দেখিয়েছে। উত্তরণ বিশ্বাস করে—একটি ছোট সহযোগিতাও কারো জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। ভবিষ্যতেও আমরা মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময়ই আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে এসেছে। এই ঘটনাটিও সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ।
সংগঠনটির পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—
“আপনার সামর্থ্য অনুযায়ী ‘উত্তরণ’-এ ডোনেশন করুন, যাতে করে কোনো স্বপ্ন শুধুমাত্র অর্থের অভাবে থেমে না যায়। একটি সহযোগিতা হয়তো একজন তরুণের জীবন বদলে দিতে পারে।”

সর্বাধিক পঠিত