রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

পেকুয়ায় সওজের অধিগ্রহনকৃত জায়গায় পাকা স্থাপনা নিমার্ণ

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সড়ক ও জনপথ বিভাগ(সওজ) এর অধিগ্রহনকৃত জায়গায় পাকা স্থাপনা নিমার্ণ করছে মসজিদ কর্তৃপক্ষ।
২১ জুলাই (সোমবার) সকাল থেকে এ স্থাপনার কাজ শুরু করে।
তথ্য নিয়ে জানা যায়,এল এ মামলা নং ১২/২০০২-২০০৩ অনুযায়ী বিএস দাগ ৩১৯৮ এর ২.৫৮ শতক জমি অধিগ্রহন উক্ত জমি ৭ ডিসেম্বর ২০০৬ তারিখে সওজ বরাবর দখল হস্তান্তর করা হয়। উক্ত বিভাগ হইতে ২৫ ফেব্রুয়ারি ২০১৫ সালের ৬৪ নং স্মারকমূলে উক্ত দাগের অধিগ্রহনকৃত জমি হইতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নোটিশ প্রদান করা হয়।
অধিগ্রহনকৃত জমি সড়কের মধ্যবিন্দু হতে ৪০ ফুট জায়গা অধিগ্রহন করা হয়। এছাড়াও ২০২৩ সালে আরো নতুন অধিগ্রহন করা হয়েছে। ইতিমধ্যে অধিগ্রহনকৃত
পেকুয়া চৌমুহনী স্টেশনের কয়েকটি দোকান ভেঙ্গে মালিকরা সরকারী জায়গা ছেড়ে দিলেও মসজিদ মার্কেটের অধিগ্রহনকৃত টিনসেট দোকানঘর ভেঙ্গে জায়গা খালি না করে পুনরায় পাকা স্থাপনা নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন মসজিদের মোতোয়াল্লি।
নিমার্ণকৃত দোকান অগ্রীম সালামিতে ভাড়া নিয়েছেন ছাদেক নামের এক ব্যক্তি।
এ নিয়ে ছাদেক জানান, আমরা মসজিদের মোতােয়াল্লি সরফরাজ আল নেওয়াজ চৌং থেকে অগ্রিম সালামিতে মাসিক ভাড়া নিয়েছি। সরকারী জায়গা আছে কিনা তা আমি জানিনা।
এ নিয়ে মোতোয়াল্লি সরফরাজ আল নেওয়াজ চৌধুরীর মুঠোফোনে একাধিক বার কল দিলেও সংযোগ পাওয়া যায় নি বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ নিয়ে সড়ক ও জনপথ বিভাগ(সওজ) এর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী
রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে অধিগ্রহনকৃত জায়গায় কেউ অবৈধভাবে দখলে রেখে স্থাপনা নিমার্ণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ।

সর্বাধিক পঠিত