শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১৬২০

চিটাগং টিবিউন ডেস্ক

1
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ৬২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক এক হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৭১ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে এক হাজার ৪৯ জন এবং অন্যান্য কারণে ৫৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ। এর মধ্যে রয়েছে: একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি দেশীয় লোহার পাইপগান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা জোরদার রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত