শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

হাটহাজারীর প্রবীণ আলেম মাওলানা ইউনুস এর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

মোঃ উসমান গনি, হাটহাজারী
আজ ২৭শে জুলাই রবিবার দুপুর ১১.৩০ টায় ইন্তেকাল করেছেন হাটহাজারীর প্রবীণ আলেম,নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য ও আমেলা সদস্য মাওলানা ইউনুস।তাঁর ইন্তকালে শোক নেমে এসেছে ধর্মীয় মহল সহ রাজনৈতিক অঙ্গনে।
শোক প্রকাশ করে হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন,সারা বাংলার ৫৮ হাজার গ্রামে ৫৮ হাজার নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠায় আমার অন্যতম সহযোদ্ধা বিশিষ্ট আলেম সংগঠক ও সমাজ সেবক মাওলানা ইউনুস রহঃ এর ইন্তেকালে জাতি হারালো তার এক শ্রেষ্ঠ সন্তান,উম্মাহ হারালো তার একজন দরদী রাহবার এবং আমরা হারালাম আমাদের এক অন্যতম সহযোদ্ধা।
বি এন পির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ফেইসবুকে দেয়া এক শোক বার্তায় বলেন,মোহতারাম মাওলানা ইউনুছ সাহেব হাটহাজারীর প্রিয়মুখ, অনেক ইতিহাসের সাক্ষী,সমাজ সচেতন ও বিচক্ষণ আলেমেদ্বীন, যিনি চট্টগ্রাম নুরানী তা’লীমুল কোরআন বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের আল-হুদা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সূরা ও আ’মেলার গুরুত্বপূর্ণ সদস্য এবং আমার স্নেহের ছোট ভাই হাটহাজারীর কৃতি সন্তান স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযোদ্ধা কওমি মাদ্রাসার বিপ্লবী ছাত্রনেতা মোঃ আসাদুল্লাহ এর বাবা আজ ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য ও কারানির্যাতিত বি এন পি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা লিখেছেন কওমি ছাত্র আন্দোলনের অগ্রপথিক ও সাহসী কণ্ঠস্বর ছাত্রনেতা মোঃ আসাদুল্লাহ’র পিতা, আলেম সমাজের আলোকিত নাম শ্রদ্ধেয় মাওলানা ইউনুছ সাহেব (রহ.) শুধু একজন আলেম নন, ছিলেন সমাজ সচেতন এক চিন্তাশীল ব্যক্তিত্ব, যিনি যুগপৎভাবে ধর্মীয় ও সামাজিক জ্ঞানে ছিলেন সুপ্রতিষ্ঠিত।আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা’ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ্য দান করুন।
তাছাড়া আরো শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার শায়খে সানী আল্লামা শোয়াইব জমিরী,হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী মুহাম্মদ আলী কাসেমী,যুগ্ম মহাসচিব যথাক্রমে মাওলানা নাছির উদ্দিন মুনির,মাওলানা মীর ইদরিস নদভী,সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা জাফর আহমদ,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,হেফাজতের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জনাব মুহাম্মদ আহসান উল্লাহ,কেন্দ্রীয় ত্রাণ সম্পাদক যথাক্রমে মাওলানা মাহমুদ হোসাইন,মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া,কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী,কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ,হেফাজতের উপজেলা সেক্রেটারী মাওলানা এমরান সিকদার, হাটহাজারী মাদরাসার শিক্ষক যথাক্রমে মুফতী বশিরুল করিম,মাওলানা ক্বারী তামিমুল ইসলাম,মাওলানা সাকিব আমজাদ জমিরী প্রমূখ আলেমগণ।
উল্লেখ্য,মৃত্যুকালে মাওলানা ইউনুস এর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বাধিক পঠিত