
মো: তানজিম হোসাইন,
বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ(BUTC)- এর ১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সব বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই কমিটি গঠন করা হয়, যা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বিভাগের শিক্ষক মোঃ তানজিম হোসাইন-কে সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। শিক্ষক আন্দোলনের তরুণ, স্বচ্ছ ও সাহসী মুখ হিসেবে তার পরিচিতি রয়েছে।
কমিটির সদস্য সচিব হয়েছেন শামসুল ইসলাম, যিনি সংগঠনের নীতি-আদর্শ এবং সাংগঠনিক কাঠামোর বিষয়ে নিবেদিত। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো: শহীদুল্লাহ, যার অভিজ্ঞতা এই সংগঠনের পরবর্তী পদক্ষেপে মূল্যবান অবদান রাখবে।
মুখ্য সংগঠক হিসেবে যুক্ত হয়েছেন সিলেট বিভাগের শিক্ষক আবদুল হাই। সংগঠনের কার্যক্রমকে বিভাগীয় পর্যায়ে আরও গতিশীল ও সমন্বিত করতে প্রত্যেক বিভাগ থেকে একজন করে সংগঠক রাখা হয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন আশরাফুজ্জামান বাবু, মো: জামাল, মো: আরিফুর রহমান, আনিসুজ্জামান—যারা শিক্ষক সমাজে আস্থার প্রতীক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।
বর্তমানে দেশব্যাপী প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ চলমান আছে যাতে মাঠপর্যায়ের শিক্ষকরাও সক্রিয়ভাবে যুক্ত হয়ে এই বৈষম্যবিরোধী শিক্ষক আন্দোলনের শক্ত ভিত গড়ে তুলতে পারেন।
বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন, যার মূল লক্ষ্য হলো—বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বাস্তবায়ন নিশ্চিত করা।
সংগঠনের শুরুতে এটি “বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ” নামে পরিচিত থাকলেও সামগ্রিক কর্মসূচি আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করতে এবং জাতীয় পর্যায়ে সর্বস্তরের শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করতে সমমনা সকল সমন্বয়কের সম্মতিতে সংগঠনের নাম পরিবর্তন করে “বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)” করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সংগঠনটি ইতোমধ্যে নিজেদের দাবি-দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।