
নিজস্ব প্রতিবেদক
উখিয়ার হলদিয়াপালংয়ে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়েশা, তিনি স্থানীয় হাফেজ ফরিদের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে আয়েশা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুরো গ্রামে শোকের আবহ বিরাজ করছে।
শিশু আয়েশার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।