শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

উখিয়ায বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

শহিদুল ইসলাম,উখিয়া(কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহি গাড়ীতে তল্লাশী চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ান। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্যে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। শুক্রবার পৌন একটার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শামসুল আলমের ছেলে মো. ইব্রাহীম (২৬)।আটককৃতকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সর্বদা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মাদক ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে সতর্ক। আমাদের সফল অভিযানের মাধ্যমে বেসামরিক পরিমণ্ডলে নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত