বাঙ্গালহালিয়াতে ১০৫ লিটার চোলাই মদসহ ২ জন আটক

রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নন্দ বংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের সামনে থেকে দুই মদ ব্যবসায়ীসহ সিএনজি আটক।
শনিবার (২৩ আগষ্ট) সকালে চন্দ্রঘোনা থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১০৫ লিটার চোলাই মদসহ দুইজন মদ ব্যবসায়ীকে আটক করেন থানার এসআই রবিউল এবং এএসআই অষোক।

আটক মদ ব্যবসায়ী মোহাম্মদ হাসান(১৮), সে বোয়ালহালি থানার পূর্ব চরনদীপ ঘাটিয়ালীপাড়ার মনির হোসেন ছেলে, অপরজন সিএনজি ড্রাইভার মোঃ দিদারুল আলম (৪০) বোয়ালহালি থানার চরনদীপ শাশুল আলমের ছেলে। আটক সিএনজি চট্রগ্রাম থ ১৪- ১৭৫৪ নাম্বারের গাড়ি।
চন্দ্রঘোনা থানার ওসি সাহাজাহান কামাল বলেন- তাদের মাদক আইনে মামলা হবে। আগামীকাল তাদেরকে রাঙ্গামাটি জেল হাজতে পাঠানো হবে।