জনপ্রিয় অনলাইন মাধ্যম ‘ভিশন ঈদগাঁও’র ৩য় বর্ষপূর্তি উদযাপন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
সমুদ্রনগরী কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘ভিশন ঈদগাঁও’ প্রতিষ্ঠার ৩য় বর্ষপূর্তি জাঁকজমক ভাবে উদযাপন ও আলোচনা সভা সম্পন্ন।
২৭ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ঈদগাহ প্রেসক্লাব কার্যালয়ে ‘ভিশন ঈদগাঁও’র সম্পাদক ও ঈদগাহ্ প্রেসক্লাব সভাপতি বশিরুজ্জামান’র সভাপতিত্বে এবং চীফ রিপোর্টার ও পরিচালক আবু বক্কর ছিদ্দিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি উৎসব ও আলোচনা সভা সঞ্চালনা করেন ঈদগাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ আশফাক উদ্দীন আরফাত।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক হুমায়ন ছিদ্দিকী, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, বিজয় টিভি ঈদগাঁও প্রতিনিধি সেলিম উদ্দিন, আমার দেশ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন, ছাত্রদল নেতা হাবিব আজাদ, ছাত্র সমন্বয়ক মাহাতির
এছাড়াও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা মানবিক টিমের প্রতিষ্ঠাতা মনির আহমদ, ঈদগাঁওর সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনছুর আলম, আজিজুর রহমান রাজু, আলাউদ্দিন, মোবারক হোসাইন, এম গিয়াস উদ্দিন রবিন, ফাহিম ইশতিয়াক হাদি , রবিউল আালম রবি, সেইফ ইসলামীয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি জমির উদ্দিন সওঃ, সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মনির, রুবেল মাহমুদ রনি, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, সানাউল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন
আলোচনা সভা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।