বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের পিতামাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে পেকুয়ায় যুবদলের আহবায়ক কমিটির কার্যক্রম শুরু

পেকুয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পিতা-মাতার কবর জিয়ারত দোয়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়ায় সালাহউদ্দিন আহমেদের নিজ বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামরান জাদিদ মুকুট ও সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান। এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শাকিল সিকদার, নুরুল ইসলাম, ইয়াছিন আরফাত, দিদারুল ইসলাম, ফাহিম কামাল, সাঈদী রহমান।
এ সময় পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক যুবদল নেতাকর্মী নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পেকুয়া সদর, বারবাকিয়া, উজানটিয়া, টইটং, মগনামা, রাজাখালী, শিলখালী ও টাইটং ইউনিয়ন যুবদলের সভাপতি, সম্পাদক ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের পর নবগঠিত কমিটির নেতারা সদরইউপির সিকদার পাড়াস্থ মৌলভীবাড়ীর কবরস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পিতা ও মাতার কবর জিয়ারত করেন। এরপর পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী মাঠে থাকবে। পেকুয়ায় যুবদলকে সুসংগঠিত ও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান বলেন, “দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি ইউনিয়নে যুবদলের কার্যক্রম বেগবান করব এবং আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীদের সংগঠিত রাখব।”
আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থেকে নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানান এবং যুবদলের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে।
সম্প্রতি গঠিত পেকুয়া উপজেলা যুবদলের ৮ সদস্যের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে তৃণমূলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। তরুণ ও কর্মক্ষম নেতৃত্ব নিয়ে গঠিত এই কমিটির মাধ্যমে নতুনভাবে সংগঠন চাঙ্গা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।