শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রামুতে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা সহ উখিয়ার তাহের আটক

শহিদুল ইসলাম
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় মাদকের বহনের অভিযোগে একটি মোটর সাকেল জব্দ করা হয়। আটককৃত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে আবু তাহের (২৫)।মঙ্গলবার(২সেপ্টেম্বর)বিকাল চারটার দিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া সাকিনস্থ নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা টু সোনাইছড়ি রাস্তার উপর এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয় । তিনি আরো বলেন উখিয়া থেকে
রামু সেনা ক্যান্টনমেন্ট রাস্তা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে বলে একটি গোয়েন্দা তথ্য ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

সর্বাধিক পঠিত