ঝাউবনে ঝুলছিল উখিয়ার নুরুল আমিন, স্থানীয় সংবাদকর্মীর মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে উখিয়ার বালুখালীর জুনু মিয়ার ছেলে নুরুল আমিনের মরদেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত নুরুল আমিন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন। পাশাপাশি লেখালেখি ও ফেসবুকে সমসাময়িক বিষয়ে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অনেকে তাকে স্থানীয় সংবাদকর্মী হিসেবেও উল্লেখ করেছেন।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে তার মৃত্যু রহস্য উদঘাটন ও খুনিচক্রকে আইনের আওতায় এনে পর্যটন শহরকে নিরাপদ রাখার দাবি জানিয়েছে সচেতন মহল।