শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ভোলায় ইবির সাবেক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী-কে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
এসময় ভোলা জেলা কল্যাণের সহ-সভাপতি আল আমিন বলেন, ‘ভোলা জেলার কৃতি সন্তান ও দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী-কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে।’
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জেলা কল্যাণের সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, ‘দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আমিনুল হক নোমানীকে শুধু হত্যা করা হয় নাই, বরং আমরা মনে করছি এ দেশের শিক্ষিত আলেম সমাজের ওপর হত্যা করেছে। আজকে হত্যাকাণ্ডের ব্যাপারে ইন্টিরিম সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। সাধারণ জনগণ, ছাত্র সমাজ, শ্রমিক জনতা, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সকল জায়গায় হত্যাকাণ্ড আর লাশ দেখতে পাচ্ছি। যদি এর বিচার করা না হয় তাহলে আগামীতে আরো ভয়ংকর পরিস্থিতি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে দাবি করি না কেন ইন্টিরিম গভর্নমেন্টের কাছে আমরা বিচার পাইনি। অথচ ইন্টিরিম সরকার নাচ-গান নিয়ে ব্যস্ত। ছাত্র-জনতা আপনাকে চেয়ারে বসিয়েছে কিন্তু আপনি সেই রক্তের মূল্য দিতে পারতেছেন না। আপনি বিপ্লবী ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করে যাচ্ছেন। ইন্টিরিম সরকার পশ্চিমা দালালদের দ্বারা লালিত হচ্ছে। যারা দ্বীনের কথা, ইসলামের কথা ও হক কথা বললে তাদের লাশ পাওয়া যায়। বাড়িতে আজ নিরাপদ ভাবে থাকতে পারছে না। নোমান হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিচার না হলে ছাত্র সমাজ মাঠে নামবে।’
প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে ঢুকে আমিনুল হক নোমানকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। তিনি উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র। এছাড়া দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৩-৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ছিলেন।

সর্বাধিক পঠিত