শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজু দাশ, চকরিয়া
কক্সবাজার জেলার চকরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের এস আর প্লাজা দ্বিতীয় তলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়নের ৪৭টি প্রতিমা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্ব স্ব মণ্ডপের সমস্যাসহ সার্বিক চিত্র তুলে ধরেন।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।
সভাপতির বক্তব্যে তপন কান্তি দাশ বলেন- অতীতের ন্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবাইকে মনোনিবেশ করতে হবে। খেয়াল রাখতে হবে দুর্গোৎসবকে ঘিরে যাতে সাম্প্রদায়িক অপশক্তি কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
তিঁনি বলেন- আপনারা ইতোমধ্যে জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয়ভাবে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। একইসাথে আমাদের চকরিয়ার সার্বিক খবরাখবরও তিঁনি রেখেছেন। এ সময় চকরিয়ার সনাতনী সম্প্রদায়ের কাছে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন মন্ত্রী মহোদয়।
তপন কান্তি দাশ আরও বলেন- গত বছরের মতো এবারও বর্তমান ইন্টেরিম সরকার সারাদেশে শারদীয় দুর্গোৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। তাই নিরাপত্তা নিয়ে কোন ধরনের শঙ্কা থাকার কারণ নেই। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে শক্তিশালী স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে তা উপজেলা পূজা উদযাপন পরিষদের কাছে জমা দিতে হবে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আগামী কয়েকদিনের মধ্যে সকল মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক কমিটির সকলকে নিয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পৃথক আইন-শৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই সভায় পূজামণ্ডপের যাতায়াতের পথে সমস্যা রয়েছে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সার্বিক প্রস্তুতি নেওয়ায় আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
সভাপতি তপন কান্তি দাশ আরও বলেন- অতীতের মতো বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সার্বিক সহায়তায় এবারও চকরিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করছি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চিরিঙ্গা হিন্দু পাড়া যুবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মিলন কান্তি দাশ ও অর্থ সম্পাদক বাবুল দাশ বিন্দা। বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোনারাম দাশ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রদীপ কান্তি দাশ ও সুজিত দাশ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সহ-সভাপতি সুনীল কান্তি নাথ, সাধারণ সম্পাদক নীলোৎপল দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি যথাক্রমে সাংবাদিক ছোটন কান্তি নাথ, তপন সুশীল, লিটন দাশ, কৈলাশ দে, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুধাংশু বিমল সুশীল, সদস্য বাবু বিজন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক রিটন সুশীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক রাজু দাশ, মাস্টার প্রাণাশীষ দে, নির্জন দে, বিএনপি নেতা মাস্টার স্বপন রুদ্র, যীশু কান্তি দে প্রমূখ।
উল্লেখ্য- প্রতি বছরের ন্যায় এবারও চকরিয়া উপজেলায় ৪৭টি মণ্ডপে প্রতিমা পূজা ও ৪৪ মণ্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হবে।##

সর্বাধিক পঠিত