কক্সবাজারের সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: জাতীয় নৃত্য মঞ্চে উজ্জ্বল সাফল্য

নিজস্ব প্রতিবেদক
সঙ্গীত আর নৃত্যের মেলবন্ধনে কক্সবাজারের সত্যেন সেন শিল্পীগোষ্ঠী জাতীয় মঞ্চে আবারো আলো ছড়িয়েছে। দেশের নানা প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীরা একত্রিত হয়ে সৃজনশীলতা ও আবেগের ছন্দে ভরিয়ে তুলেছে প্রতিযোগিতা।
লোকনৃত্যের বিভাগে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অর্জন করেছে তৃতীয় স্থান। প্রতিটি পদক্ষেপে কক্সবাজারের সংস্কৃতির মাধুর্য ফুটে উঠেছে। দেশব্যাপী এই মঞ্চে তাদের উজ্জ্বল উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, দীর্ঘদিনের অধ্যবসায় ও অনুশীলনের প্রতিফলন আজ জাতীয় মঞ্চে ফুটে উঠেছে। তারা আশা করছেন, এই প্রতিভাবান শিল্পীরা দেশ-বিদেশের মঞ্চেও কক্সবাজারের সংস্কৃতিকে পরিচিত করবে।
নৃত্য প্রশিক্ষক হারুনর রশিদ লিটনের পথপ্রদর্শনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রতিটি নাচের মূহূর্তে ফুটে উঠেছে নৈপুণ্য । তার সৃজনশীল নির্দেশনা ও অনন্য দৃষ্টিভঙ্গি ছুঁয়ে দিয়েছে প্রতিটি শিল্পীর অন্তর, যা আজ জাতীয় মঞ্চে রাখলো তাদের উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর।
দীর্ঘদিন ধরে নৃত্য, সঙ্গীত ও নাট্যের মাধ্যমে কক্সবাজারে সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। তাদের ধারাবাহিক সাফল্য কক্সবাজারকে জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল অবস্থানে পৌঁছে দিয়েছে।