চিটাগাং কার পার্কিং- এর আড়ালে চোরাই গাড়ির বেচাকেনা: জামায়াতের নাম ভাঙিয়ে প্রভাব খাটাচ্ছেন এমদাদ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের এমদাদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চোরাই গাড়ির ব্যবসা ও প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি চিটাগাং কার পার্কিং নামের প্রতিষ্ঠানের আড়ালে কাগজবিহীন গাড়ি বিক্রি করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতারিত হওয়া ভুক্তভোগীদের দাবী, গাড়ি কেনার পর বৈধ কাগজপত্র চাইলে এমদাদ নানা অজুহাত দেখান। কেউ টাকা ফেরত চাইলে সরাসরি হুমকি-দামকি দেন। এর ফলে অনেকেই ভয় পেয়ে মুখ খুলতে পারছেন না।
এক ভুক্তভোগী জানান, “গাড়ি কিনে কাগজ চাইতে গেলে তিনি উল্টো ভয় দেখান। টাকা ফেরত চাইলে লোকজন নিয়ে এসে হুমকি দেন। এছাড়া নিজেকে জামায়াতের নেতা বলে জাহির করে হুমকি দেন”
স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্টের পর থেকে এমদাদ হোসেন জামায়াতের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে জামায়াতের স্থানীয় নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমদাদ তাদের সংগঠনের কেউ নন।
ভুক্তভোগীদের অভিযোগ, এমদাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুললেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে প্রতারণার শিকারদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এই বিষয়ে জানতে এমদাদ হোসেনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতারিত গ্রাহকরা এমদাদ হোসেনের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।