শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

লংগদুতে ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙ্গামাটি, প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদুতে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের দুইদিন ব্যাপী খেলার পুরষ্কার বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা ও সঞ্চালনা করেন করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতান আহমেদ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনিচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রবিরঞ্জন চাকমা, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহমেদ, বায়তুশশরফ জব্বারিয়া মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমেদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং
বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী খেলাগুলো উপভোগ করেন। দুইদিন ব্যাপী খেলায় বালক ও বালিকাদের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতার, দাবাসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়
প্রতিযোগিতায় ফুটবল (বালক) করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা রানারর্সআপ এবং ফুটবল (বালিকা) কাট্টলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাবেতা মডেল উচ্চবিদ্যালয় রানারর্সআপ হওয়ার গৌরব অর্জন করে। কাবাডিতে (বালক) গাথাছড়া  বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। কাবাডিতে (বালিকা) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মাইনীমুখ মডেল হাই স্কুল রানার্সআপ।
হ্যান্ডবল (বালক) রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা রানার্সআপ, হ্যান্ডবল (বালিকা) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মাইনীমুখ মডেল হাই স্কুল রানার্সআপ স্থান অর্জন করে। দাবায় (বড় বালক) তৌহিদুল ইসলাম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তানভীর হোসেন, বায়তুশশরফ মাদ্রাসা রান্নার্স আপ, দাবায় (বড় বালিকা) ফাহমিদা নাজনীন জুই, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন। দাবা
(মধ্যম বালক) মাহমুদ হাফিজ রেজভি, সীমান্ত প্রহরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আব্দুল্লাহ সাঈফ রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ। দাবা (মধ্যম বালিকা) জিকা চাকমা, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও  আলফাতুন্নেছা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ।
এছাড়াও সাতারের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় অর্জন করে।

সর্বাধিক পঠিত