শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

রাঙামাটিতে অনটেস্ট সিএনজি বন্ধ, চালকদের মানববন্ধন

 

রাঙামাটিতে অনটেস্ট সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন চালকরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের নিউ কোর্ট বিল্ডিং সড়কে রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির অবহেলিত সাধারণ সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ আগস্ট থেকে হঠাৎ করেই রাঙামাটি শহরে অনটেস্ট সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ তিন বছর ধরে এসব গাড়ি সড়কে চলাচল করছে। হঠাৎ কোনো প্রকার অফিসিয়াল নোটিশ ছাড়াই মৌখিক নির্দেশে গাড়ি বন্ধ রাখার কারণে চালকরা অসহায় হয়ে পড়েছেন।
তারা অভিযোগ করেন, সিএনজি অটোরিকশা চালানোই তাদের একমাত্র আয়ের উৎস। গাড়ি বন্ধ থাকায় পরিবার-পরিজন ও সন্তানদের পড়ালেখার খরচ চালানো যাচ্ছে না। অনেক চালক কিস্তিতে গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি না চলায় কিস্তির টাকা পরিশোধ করাও সম্ভব হচ্ছে না।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, সংগঠনের পক্ষ থেকে কিছু গাড়ির জন্য অনুমোদন চেয়ে আবেদন করা হলেও সেখানে অনেকের নামে একাধিক গাড়ির অনুমোদন চাওয়া হয়েছে। অথচ নিবন্ধিত শ্রমিক হয়েও অধিকাংশ চালকের গাড়ির নাম সুপারিশ তালিকায় রাখা হয়নি। এতে বৈষম্যের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
চালকরা বলেন,
“আমরা বৈষম্য চাই না। প্রশাসন যেন দ্রুত একটি সঠিক সিদ্ধান্ত দেয় এবং আমাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদের পাশে দাঁড়ায়।”
তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত