শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

সাহসী দৃশ্যে অভিনয় করে পরিবারের কটূক্তির শিকার, পর্দার খলনায়িকার কঠিন জীবন

ভারতের টেলিভিশন ও সিনেমার সেটে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু অনেকেই জানেন না পর্দার ‘খলনায়িকা’ বাস্তবজীবনে কতটা নির্যাতিত ছিলেন। পরিবারে কটূক্তি থেকে মানসিক নির্যাতন; এসবই সহ্য করেছেন অভিনেত্রী দীপশিখা নাগপাল। সাহসী চরিত্রে অভিনয় করায় পরিবার তাঁকে নিয়ে বিব্রত হয়, এমনকি মেয়েও তাঁর সিনেমার সিডি ভেঙে ফেলেছিলেন। এ নিয়ে দীর্ঘদিন বিষণ্নতায় ভুগেছেন অভিনেত্রী। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে সবিস্তারে বলেছেন দীপশিখা।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন দীপশিখা। তবে তাঁকে সবচেয়ে বেশি ভুগিয়েছে আত্মবিশ্বাসহীনতা। অল্প বয়স থেকেই আত্মবিশ্বাসহীনতার সঙ্গে লড়াই করেছেন তিনি। ‘শৈশবে আমার কোনো আত্মবিশ্বাসই ছিল না। আমি কথা বলতে পারতাম না, আমার কথা কেউ শুনত না’, বলেন দীপশিখা

উপেক্ষিত’ শৈশব
ছোটবেলায় মাকে খুব পছন্দ করতেন দীপশিখা, তবে মা সব সময় ছোট বোনকে বেশি আদর করায় তিনি কষ্ট পেতেন। ‘মনে হতো, বড় মেয়ে হওয়া যেন আমার ভুল’, তিনি বলেন। ছোটবেলায় সব সময়ই উপেক্ষিতবোধ করতেন, এটা সব সময়ই তাঁর মধ্যে একধরনের হতাশা তৈরি করত।

পরিবারের ‘চাপ’ ও পরিণতি
পরিবারকে সন্তুষ্ট রাখতে এবং ‘ভালো মেয়ে’ হিসেবে থেকে যেতে দীপশিখা ছোটবেলা থেকেই নিজের ইচ্ছাকে দমন করতেন। বড় পর্দার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন—বলা হয়, পরিবারের খুশি তাঁর জন্য আগে। কিন্তু পরে যখন তিনি সাহসী চরিত্রে অভিনয় করতে শুরু করেন, পরিবারে জানাজানি হয়; তখন তৈরি হয় নতুন সংকট।  কেউ তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলত না, দেখতে নানা কটূক্তি করতেও ছাড়ত না। এসব  দীপশিখাকে হতাশার গহ্বরে ঠেলে দেয়। এসব ঘটনা ও দুবার বিচ্ছেদ মিলিয়ে তিনি হতাশায় ডুবে যান।

সর্বাধিক পঠিত