ঈদগাঁওতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঈদগাঁও প্রতিনিধিঃ
ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঈদগাঁও বাসস্টেশনস্থ ক্যান্ডলি ৭১ রেস্টুরেন্টের সামনে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নূর হেলালি, তৈয়ব উদ্দিন, মাস্টার ছৈয়দুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীসহ হাজারও সাধারণ মানুষ।