চট্টগ্রামে বাবেশিকফো’র মতবিনিময় সভা: দাবি আদায়ে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা

চট্টগ্রাম,প্রতিনিধি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা শনিবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে ল্যাব আরসি ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবেশিকফো চট্টগ্রাম বিভাগীয় প্রধান সংগঠক ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানজিম হোসাইন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম সদস্য সচিব মিটন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হোসাইনন ফারুক ও সদস্য শওকত হোসাইনসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
সভায় আলোচকরা শিক্ষকদের ন্যায্য দাবি ২০% বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।
প্রধান আলোচক মোহাম্মদ তানজিম হোসাইন দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন,
“শিক্ষকদের বৈষম্যের অবসান না ঘটলে আমরা চুপ করে বসে থাকব না। ১০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১২ অক্টোবর থেকে ঢাকার প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। ২০% বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা আদায়ে কোন আপোষ নেই, এটাই আমাদের শেষ কথা।”
আহবায়ক শহিদুল ইসলাম বলেন, “চট্টগ্রামের প্রতিটি জেলা ও উপজেলায় নিয়মিত কমিটি গঠন করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”
সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “এ আন্দোলন শুধু দাবি আদায়ের জন্য নয়, শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
আলোচনায় আরও জানানো হয়, জেলা-উপজেলায় কমিটি গঠনের ওপর জোর দেওয়া হবে এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে মাঠে কার্যক্রম জোরদার করা হবে।