রামুতে যৌথ বাহিনীর অভিযানে মিয়ানমারে পাচারকালে দুইটি ঔষুধে গাড়ি জব্দ, আটক-৩

আবুল কাসেম,রামু
রামুর কচ্ছপিয়ায় অবৈধ ভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ২৯কার্টুন ঔষুধসহ ২টি গাড়ী জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দকৃত ঔষুধের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩লক্ষ টাকা বলে জানা যায়। এসময় একটি স্কয়ার কোম্পানী লিমিটেড এর ভ্যান গাড়ি যার নাম্বার ঢাকা মেট্রো ম-৫১-৫৯৪৪ ও ১টি সিএনজি আটক করেন।
২৯সেপ্টেম্বর (সোমবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া টু হাইস্কুল পাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই ঔষুধসহ ৩জনকে আটক করা হয়।
আককৃতরা হলেন রামুর কচ্ছপিয়া মৌলভীর কাটা এলাকার নুরুল আলম এর পুত্র মোঃ সালামত উল্লাহ (৩৫), ঢাকা জেলার ধামরাই যাদবপুর ইউনিয়নের ভাতুকুড়ী গ্রামের ইয়াসিন এর পুত্র তারিকুল ইসলাম (৪৮), নোয়াখালী জেলার কবিরহাট থানার মধ্য সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের মৃত অহিদুল্লাহ এর পুত্র মোঃ রিয়াজুল্লাহ (৩৬)।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করা হলেও রামুর কচ্ছপিয়ার মৌলভী কাটা এলাকার শহিদুল্লাহ পালিয়ে যায়। তিনি আটককৃত সিএনজির চালক বলে জানা গেছে।
এব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজান মনির জানান, দীর্ঘদিন ধরে একটি অবৈধ পাচারকারী চক্র গর্জনিয়া বাজার থেকে স্কয়ার কোম্পানির গাড়িতে করে বিভিন্ন ধরনের ঔষুধ অবৈধ পথে মিয়ানমারে পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের ৩জনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করা হয়েছে।