
চিটাগং ট্রিবিউন ডেস্ক
গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো থেকে সাংবাদিকদের আটক করার ঘটনায় ইসরায়েলের নিন্দা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ২০ জনেরও বেশি বিদেশি সাংবাদিক ছিলেন।
এতে বলা হয়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখে রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের বহনকারী নৌকাগুলোকে আটকাতে শুরু করলে সাংবাদিকদেরও গ্রেপ্তার করা হয়। ৪৫০ জনের বেশি লোক বহনকারী জাহাজগুলোকে ইসরায়েলি নৌবাহিনী গাজা উপত্যকায় পৌঁছাতে বাধা দিয়েছে।
সাংবাদিকদের গ্রুপটির ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রক্স বলেছেন, ‘সাংবাদিকদের গ্রেপ্তার করা এবং তাদের কাজ করতে বাধা দেওয়া তথ্য প্রদান এবং অবহিত হওয়ার অধিকারের গুরুতর লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আরএসএফ অভূতপূর্ব মাত্রার মানবিক অভিযান কভার করার জন্য এই জাহাজগুলোতে থাকা সংবাদ পেশাদারদের অবৈধ গ্রেপ্তারের নিন্দা জানায়।’
