সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

শিক্ষকদের বাড়ি-ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

চিটাগং ট্রিবিউন ডেস্ক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রস্তাবে বিভিন্ন শতাংশের (৫%, ১০%, ১৫%, ২০%) হিসাব অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক-৩ শাখা) থেকে গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ চাহিদা-প্রস্তাবে জানানো হয়—বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক ১,০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন। দীর্ঘদিন হার অপরিবর্তিত থাকায় এ সুবিধা বাড়ানোর আর্থিক প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বাড়ি ভাড়ার আর্থিক প্রভাব চারটি বিকল্প হারে দেখানো হয়েছ- মূল বেতনের ৫%, ১০%, ১৫% ও ২০%। পাশাপাশি চিকিৎসা ভাতা ১,০০০ থেকে ২,০০০ টাকায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ২০% হারে বাড়ি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম ৩,০০০ টাকা নির্ধারণের প্রস্তাবও পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিষয়টি বাস্তবায়ন হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় আহবায়ক মো: তানজিম হোসাইন বলেন— “শিক্ষক সমাজ এখন আর আশ্বাসে বিশ্বাস করে না। আমরা চাই কার্যকর সিদ্ধান্ত—মূল বেতনের ২০% বাড়ি-ভাড়া। ৫%, ১০% বা ১৫%—এই ভাঁওতাবাজি প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানাই। আমরা ২০% এর এক আনা কমও মানব না।”

সর্বাধিক পঠিত