ভালোবাসার টানে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে তানহা, পরিবারের কাছে অনুরোধ হেনস্তা না করার।

নিজস্ব প্রতিবেদক
ভালোবাসা থেকেই বিয়ে করেছেন তবুও যেন শান্তি নেই তাদের জীবনে। নারায়ণগঞ্জের মেয়ে তানহা বিয়ে করেছেন কক্সবাজারের ছেলে ফয়সালকে। বিয়ের পর থেকেই শুরু হয়েছে নানা চাপ, ভয়ভীতি আর অভিযোগের ঝড়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় নববধূ তানহা নিজের পরিবারের প্রতি অনুরোধ জানিয়েছেন, তাদের যেন আর হেনস্তা না করা হয়। তিনি বলেন, “আমি নিজ ইচ্ছায় ফয়সালকে বিয়ে করেছি। কেউ আমাকে জোর করেনি। অনুরোধ করছি আমাদের শান্তিতে থাকতে দিন।”
অন্যদিকে, তানহার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ফয়সাল ও তার পরিবার টাকার লেনদেন নিয়ে প্রতারণা করেছে এবং মামলার ভয় দেখিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। তবে ফয়সাল সেই অভিযোগ অস্বীকার করে বলেন, “সবই ভিত্তিহীন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তানহা আমার স্ত্রী, আমরা বৈধভাবে বিয়ে করেছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ বাড়ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও খোঁজ নেওয়া হচ্ছে।
তানহা জানায়, “আমার পরিবারের প্রতি অনুরোধ আমাদের যেন মামলা বা ভয়ভীতি না দেখানো হয়। আমরা আইন মেনে সংসার করতে চাই।”
ঘটনাটি এখন কক্সবাজার ও নারায়ণগঞ্জ দুই জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।